সাউথইস্ট ব্যাংকে ‘ ওরিয়েন্টশন ট্রেনিং অন এজেন্ট ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এজেন্ট পার্টনার, এজেন্ট স্টাফ ও ব্যাংক কর্মকর্তারা এতে অংশগ্রহন করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসেন উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন।
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” তিজারাহ্ ইসলামিক ও কনভেনশনাল উভয় মাধ্যমে বিভিন্ন ধরনের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা সারা দেশব্যাপী প্রদান করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)