মেট্রোরেলে চলাচলের ভাড়ায় ভ্যাট যোগের সিদ্ধান্ত ঝুলে গেছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে, কীভাবে-কোন উপায়ে মেট্রোর ভাড়ায় ভ্যাট যোগ করা হবে, সে উপায় খুঁজতে কমিটি করা হয়েছে। এর প্রধান মেট্রোরেলের পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।
বৃহস্পতিবার (৪ জুলাই) সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এসব তথ্য জানান।
তিনি বলেন, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে যে বৈঠক করেছি তাকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি৷ এনবিআর ও মেট্রোরেল সদস্যদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷ তারা এক মাসের মধ্যে জানাবে, মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট কীভাবে যোগ করা যায়।
তিনি আরও বলেন, আমরা সড়ক বিভাগ বা ডিএমটিসিএল কিন্তু কখনো বলিনি, এনবিআরকে ভ্যাট দেব না৷ আমরা ভ্যাট দিতে চাই৷ তবে এ ভ্যাট ইনক্লুড করার পরে যাত্রী সাধারণের ওপর যেন চাপ না পড়ে, সেদিকেও খেয়াল রাখতে হবে৷ এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)