পাকিস্তানের জনপ্রিয় টিভি, মঞ্চ অভিনেত্রী খুশবু খান গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার এই অভিনেত্রী পাকিস্তানের নওশেরা জেলার একটি ফসলি মাঠে হত্যাকাণ্ডের শিকার হন।
পুলিশের বরাতে জিও টিভির একটি প্রতিবেদনে জানানো হয়, সোমবার সন্ধ্যার দিকে নওশেরা এলাকার এক ফসলের মাঠে গুলিবিদ্ধ অবস্থায় অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, দুই অজ্ঞাত ব্যক্তি অভিনেত্রীকে গুলি করেই পালিয়ে যান। পরে পুলিশের হাতে আসে দুই ব্যক্তির পরিচয়। জানা যায়, তাদের নাম শওকত এবং ফলক নিয়াজ। অভিনেত্রীর ভাই-ই এই দুই ব্যক্তির নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিনেত্রীকে অন্য কোথাও হত্যা করা হয়েছে। পরে তার লাশ এনে ফেলে রাখা হয় ফসলের মাঠে। এরইমধ্যে ময়নাতদন্ত শেষে অভিনেত্রীর পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
পাকিস্তানের টেলিপর্দা, সিনেমা এবং নাট্যমঞ্চের বড় তারকা খুশবু। মূলত পশতু ভাষার নাটকে অভিনয়ের জন্য তিনি আলাদা করে জনপ্রিয়। অভিনেত্রীর ভাই জানিয়েছেন, অভিযুক্ত এই দুই ব্যক্তির সঙ্গে এক ইভেন্টে যাওয়া নিয়ে বহুদিন ধরেই ঝামেলা চলছিল খুশবুর। আর তার ফলেই অভিনেত্রীর এমন পরিণতি।
অভিনেত্রীর ভাইয়ের বয়ানের উপর ভিত্তি করেই অভিযুক্তদের ধরতে পুলিশ তদন্তে নেমেছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)