আইএফআইসি ব্যাংকের ভল্ট থেকে ২৯ লাখ ৪০ হাজার টাকা লুট হয়ে গেছে। বুধবার রাতে বগুড়ার মাটিডালি এলাকার ব্যাংকটির উপশাখায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৩জুন) ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে নোটিশে লেখা হয়েছে, সার্ভার ডাউন থাকায় ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ। এদিন সকাল থেকে গ্রাহকরা ব্যাংকে এসে পুলিশের উপস্থিতি দেখেন। লেনদেন করতে না পেরে তাদেরকে ফিরে যেতে হয়।
ব্যাংকটি এক গ্রাহক বলেন, ‘সকালে টাকা তুলতে এসে দেখি ব্যাংকের গেট বন্ধ। নোটিশে লেখা ছিল কার্যক্রম সাময়িক বন্ধ আছে। কারণ হিসেবে লেখা “সার্ভার ডাউন”। দুপুরে আরেকবার এসে সাংবাদিকদের থেকে জানতে পারলাম ব্যাংকের সব টাকা চুরি হয়ে গেছে।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন,‘বুধবার সব হিসাব নিকাশ করে উপশাখার কর্মকর্তারা ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা ভোল্টে রেখে যান। ১৩ জুন সকালে এসে দেখেন ব্যাংকের দরজা ভাঙা। চোর ভল্ট ভেঙে সব টাকা নিয়ে গেছে।’
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তারবলেন, ‘এই উপশাখার ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। দুজন কর্মকর্তা ও দুজন কর্মচারী মিলে কাজ চালাতেন। দিনে একজন গার্ড থাকলেও রাতে কোনো প্রহরী ছিল না। চোর ছাদের দরজা ভেঙে সহজেই দোতলায় অবস্থিত ব্যাংকে ঢুকে সিন্দুক থেকে সব টাকা নিয়ে গেছে।’
ঘটনা সম্পর্কে জানতে চাইলে ব্যাংকের কোনো কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
কেন নিরাপত্তা কর্মী রাখা হয়নি জানতে চাইলে উপশাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ বলেন, আমরা সব পুলিশকে বলেছি।