ঢাকা ইনস্যুরেন্সের সিইও পদে বায়েজিদ মুজতবা সিদ্দিকীকে আগামী ৩ বছরের জন্য সম্প্রতি অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ইতিপূর্বে তিনি সাউথ এশিয়া ইনস্যুরেন্স, প্যারামাউন্ট ইনস্যুরেন্স ও সর্বশেষ প্রাইম ইনস্যুরেন্সে সিইও পদে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি এবং চট্টগ্রাম ‘ল কলেজ’ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। গত তিন যুগ ধরে সুনামের সঙ্গে বীমা পেশায় সংশ্লিষ্ট রয়েছেন তিনি।
অবলিখন, দাবি ও পুনঃবীমা সহ তথ্যপ্রযুক্তি খাতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। বীমা খাতে একজন দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তা হিসেবে তার যথেস্ট সুনাম রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)