480
ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে পশুর হাটে আর্থিক নিরাপত্তা বিধানের আহ্বান চেম্বার সভাপতির

Link Copied!

কোরবানি উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা বিধান, বাজার কেন্দ্রিক যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা গ্রহণের আহ্বান করেছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ওমর হাজ্জাজ । সম্প্রতি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এক বিবৃতিতে ওমর হাজ্জাজ এ আহ্বান জানান। বিবৃতি তিনি আরো বলেন, পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের আর্থিক নিরাপত্তা বিধানকল্পে জাল নোট শনাক্তকরণ যন্ত্র এবং মানিস্কট সুবিধা থাকা উচিত। এ সময় পশুর হাটগুলো রাস্তা পর্যাপ্ত বিস্তৃতি লাভ করে। এছাড়া ঈদে ঘরমুখো মা নুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ট্রেন, লঞ্চ ও বাসে অতিরিক্ত যাত্রী বহন থেকে বিরত থাকা এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখা, ঈদ-উল- আজহার দিনে দ্রুত কোরবানির পশুর বর্জ্য অপসারণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ জানান চেম্বার সভাপতি। একই সাথে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ ঈদ-উল-আযহা উপলক্ষে চেম্বারের সকল কর্মকর্তা ও সদস্য, ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছে ন।