480
ঢাকাবুধবার , ৫ জুন ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

রপ্তানিতে পতন ১৬.০৬ শতাংশ

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক, ঢাকা
জুন ৫, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

গত মাসে মোট ৪০৭ কোটি ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, ২০২২-২৩ অর্থবছরের মে মাসে যার পরিমাণ ছিল ৪৮৫ কোটি ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, মে মাসে বাংলাদেশের পণ্যদ্রব্য রপ্তানি- আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক শূন্য ৬ শতাংশ কম হয়েছে। গত মাসে মোট ৪০৭ কোটি ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, ২০২২-২৩ অর্থবছরের মে মাসে যার পরিমাণ ছিল ৪৮৫ কোটি ডলার। চলতি অর্থবছরে মে মাসের জন্য ৫৩৪ কোটি ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়, এই লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কম হয়েছে ২৩ দশমিক ৭৫ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১১ মাসে ৫ হাজার ১৫৪ কোটি ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, আগের অর্থবছরের একই সময়ে চেয়ে যা বেড়েছে ২ দশমিক শূন্য ১ শতাংশ। দেশের সবচেয়ে বড় রপ্তানিখাত– তৈরি পোশাকখাতে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে ২ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এসময়ে রপ্তানি হয়েছে ৪ হাজার ৭৪৭ কোটি ডলারের পোশাকপণ্য।
ইপিবির তথ্য বলছে, পোশাকখাত ছাড়া রপ্তানি প্রধান প্রধান অন্য সবখাতেই চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে নেতিবাচক ধারায় চলে গেছে প্রবৃদ্ধি। দেশের বৈদেশিক মুদ্রার মজুত পতনের দিকে রয়েছে। যা মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-সহ বিভিন্ন আন্তর্জাতিক ঋণদাতার কাছে সরকারকে হাত পাততে হচ্ছে। এই সংকটের মধ্যেই মে মাসে কমলো রপ্তানি।
সরকারের প্রচেষ্টা সত্ত্বেও – আমদানিকারকরা ডলার সংকটে সময়মতো ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না; পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভের ডলার বিক্রি করতে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে।