480
ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চ্যানেল পার্টনারস কার্নিভাল ২০২৪

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
জুন ৪, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিল্ট বেটার বিজনেস শিরোনামে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দেশের অন্যতম শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারী ওয়্যার উৎপাদক প্রতিষ্ঠান এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চ্যানেল পার্টনারস কার্নিভাল ২০২৪। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী এ আয়োজনে বিজয়ী বিজনেস পার্টনারদের হাতে পুরস্কার তুলে দেন এক্সিলেন্ট সিরামিকস গ্রূপের চেয়ারম্যান ও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক আব্দুল হালিম। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ , অনুপম শাহজাহান জয়, এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন ও নির্বাহী পরিচালক ইমরান আহমেদ। অনুষ্ঠানে বক্তারা, বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিষ্ঠানের ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন।


এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, এক্সিলেন্ট সিরামিকসের উৎপাদিত টাইলস ও স্যানিটারি ওয়ারে পন্যের বৈচিত্রকরণ, গুণমান, অ্যাডভান্সড টেকনোলোজি ও নির্ভরযোগ্য পারফরম্যান্স মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি বলেন গ্রাহকের অনুপ্রেরণা নিয়ে আগামী দিনগুলোতেও এক্সিলেন্ট টাইলস ও স্যানিটারি ওয়ার সুনাম ও গৌরবের সঙ্গে এগিয়ে যাবে। এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম সুমন বলেন, এক্সিলেন্ট ও মার্কোপলো ব্র্যান্ড কোয়ানটিটি নয় , কোয়ালিটিতে বিশ্বাস করে। ক্রেতাদের কাছে নিত্যনতুন এবং বিশ্বমানের টাইলস ও স্যানিটারি ওয়ার পৌঁছে দেয়ার অতুলনীয় প্রতিশ্রুতি নিয়ে এক্সিলেন্ট সিরামিক কাজ করে যাচ্ছে। অনুষ্ঠান শেষে সেরা ডিলারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।