মাল্টি সিকিউরিটিজ লি. কে ব্যবহার করে বিভিন্ন মিউচ্যুয়াল ফান্ডসের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির সম্মুখীন করার অভিযোগের প্রেক্ষিতে হাসান তাহের ইমামের বিষয়ে ৮৫ পাতার একটি তদন্ত প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশ পুলিশের সিআইডি।
যেখানে বেশ স্পষ্টতই প্রকাশ পেয়েছে কিভাবে রেইস এসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক হাসান তাহের ইমামের পরিচালিত মিউচ্যুয়াল ফান্ড তথা সাধারণ বিনিয়োগকারীদের পাবলিক ফান্ডগুলোকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে তার নিজ নিয়ন্ত্রিত অ্যাকাউন্টের সাথে অনৈতিক লেনদেন করে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরাসরি ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
অনুসন্ধানে উঠে এসেছে কিভাবে রেইসের ব্যবস্থাপনা পরিচালক হাসান তাহের ইমাম রেইস পরিচালিত পাবলিক ফান্ড এবং SPV এর সমগ্র বাণিজ্যিক ও আর্থিক কার্যক্রম তার নিজস্ব প্রতিষ্ঠান, ব্যবসা এবং ব্যক্তিগত তহবিলের সুবিধার্থে ব্যবহার করছেন এবং অনৈতিক উপায়ে অর্থ উপার্জন করছেন। তার এহেন স্বেচ্ছাচারি আচরণে গত ৫ বছরে রেইস ফান্ড ট্রেড অপারেশনে প্রায় ৭০০ কোটি টাকা মূল্যের অনৈতিক এবং আইন বিরুদ্ধ লেনদেন করা হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাবলিক ফান্ড এবং ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)