এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সর ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন কোম্পানির কনসালটেন্ট মো. মিজানুর রহমান। গত (২৯ মে) কোম্পানির ১৭তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা গেছে, ১৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় তিন বছরের জন্যে প্রতিষ্ঠানের সিইও হিসেবে মো. শাহ্ জামাল হাওলাদারকে নিয়োগেরলক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষের কাছে অনুমতি চেয়ে মেয়াদ
পূর্তির ২০ দিন পূর্বে চিঠি প্রেরণ করা হয়। অনুমোদনে বিলম্ব হওয়ার কারণে
সিইও মো. শাহ্ জামাল হাওলাদারের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি সাময়িকভাবে শূন্য হয়েছে। ১৭তম পরিচালনা পর্ষদ সভায় পুনরায় তিন বছরের জন্যে প্রতিষ্ঠানের সিইও হিসেবে মো. শাহ্ জামাল হাওলাদার নিয়োগ প্রদানে
বোর্ড একমত পোষণ করেন। কোনো প্রকার আইনি ব্যত্যয় যাতে না ঘটে সে কারণে
কোম্পানির কনসালটেন্ট মো. মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
এনআরবি ইসলামিক লাইফের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদের (ভাচুর্য়াল) সভাপতিত্বে অনুষ্ঠিত উপরোক্ত বোর্ড সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এম. মাহফুজুর রহমান, পরিচালক আফতাব আহমেদ, পরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন হাসান চৌধুরী, পরিচালক এ.কে.এম
মোস্তাফিজুর রহমান, পরিচালক বিএম ইউসুফ আলী, পরিচালক আরিফসিকদার, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক জনাব শহীদ-ই-শিরিন শারমিন (ভাচুর্য়াল), পরিচালক ফৌজিয়া ইয়াছমিন (ভাচুর্য়াল), পরিচালকমোস্তফা হেলাল কবির, পরিচালক মো. নুরুল আজিম রিফাত (ভাচুর্য়াল)।
এছাড়াও পর্ষদের নির্দেশে কোম্পানির কনসালটেন্ট মো. মিজানুর রহমান ও
সাচিবিক সহায়তার জন্য কোম্পানির সচিব সৈয়দ আব্দুল আজিজ ও উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান ২০২৪ সালের ১ জানুয়ারি এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের কনসালটেন্ট হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি ১৯৯৪ সালে পাবলিক সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে বীমা অধিদপ্তরে প্রথম শ্রেণিরর কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে উপ-বীমা নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি পান এবং ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন।
২০১৩ সালে শিপিং করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক পদে যোগদান করেন মিজানুর রহমান। ২০২৩ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ২ ফ্রেব্রুয়ারি প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক পদ থেকে অবসর গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বি.কম অনার্স এবং এম.কম ডিগ্রি লাভ করেন মিজানুর রহমান। পরবর্তীতে তিনি বীমা বিষয়ের ওপর এমবিএ সম্পন্ন করেন। এ তিনি দেশ-বিদেশে বীমা বিষয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)