দেশের টেক্সটাইল শিল্পের গুণগত মানের নিশ্চয়তা দিতে অত্যাধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইকেয়ার’ চালু করেছে ইন্টারটেক। ‘কয়েকটি ক্লিকেই সম্পূর্ণ কোয়ালিটি’ এ স্লোগান নিয়ে চালু করা এই ডিজিটাল প্ল্যাটফর্মটি গ্রাহকের ল্যাব টেস্টের প্রসেসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত নির্বিঘ্নে ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করতে দেবে।
বিশ্বব্যাপী শিল্প খাতে টোটাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেবাদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইন্টারটেক গত নভেম্বরে তুরস্কে এবং মার্চে ভারতে উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইকেয়ার’ সফলভাবে চালু করেছে। সোমবার (২৭ মে) রাতে বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারটেকের গ্লোবাল সফটলাইনস ও হার্ডলাইনসের প্রেসিডেন্ট এবং দক্ষিণ এশিয়ার রিজিওনাল এমডি সন্দীপ দাস, ইন্টারটেক বাংলাদেশের এমডি নেয়ামুল হাসান, ইন্টারটেকের গ্লোবাল সফটলাইনস ও হার্ডলাইনসের মার্কেটিং ও ইনোভেশন বিভাগের সিনিয়র ডিরেক্টর শেলি লো, বিজিএমইএ সহসভাপতি ও টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব, বিজিএমইএ পরিচালক ও এনভয় ডিজাইনের পরিচালক শেহরিন সালাম, বিজিএমইএ ও সায়েম ফ্যাশনের পরিচালক আবরার হোসেন সায়েম, হামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. শফিকুর রহমান, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ) ভাইস প্রেসিডেন্ট ও উইকিটেক্স-বিডির ম্যানেজিং পার্টনার এ কে এম সাইফুর রহমান ফরহাদ প্রমুখ।
ইন্টারটেকের গ্লোবাল সফটলাইনস ও হার্ডলাইনসের প্রেসিডেন্ট এবং দক্ষিণ এশিয়ার রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ দাস বলেন, ‘আইকেয়ারের নেতৃস্থানীয় সক্ষমতাগুলো কেবল বর্তমান গ্রাহক চাহিদার প্রতিক্রিয়া নয়, বরং ইন্টারটেক সফটলাইনসের অগ্রণী উদ্ভাবনের প্রতিশ্রুতির একটি প্রমাণ। উন্নত প্রযুক্তি, স্বচ্ছতা ও অনুসরণযোগ্যতার মানদণ্ড পুনঃসংজ্ঞায়িত করে, আইকেয়ার এটিআইসি শিল্পের জন্য একটি নতুন মানদণ্ড নির্ধারণ করে এবং মান নিশ্চিতকরণ ও পরীক্ষার সেবার ক্ষেত্রে চমৎকার গ্রাহকসেবার জন্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে ইন্টারটেক সফটলাইনসের অবস্থানকে মজবুত করে।’
ইন্টারটেক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, ‘২০০০ সাল থেকে অডিট ও ইন্সপেকশন সেবা দিয়ে শুরু করে ইন্টারটেক বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং সাভারের মতো গুরুত্বপূর্ণ স্থানে অত্যাধুনিক পরীক্ষাগার স্থাপন করার অগ্রগতিতে আমি গর্বিত। আইকেয়ার চালু একটি উল্লেখযাগ্য মাইলফলক, যা আমাদের গ্রাহকদের ইন্টারটেক সফটলাইনস ল্যাবগুলোর সঙ্গে সম্পৃক্ততা সহজতর করে এবং ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে কোয়ালিটি, নিরাপত্তা ও টেকসই স্থায়িত্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।’
ইন্টারটেকের গ্লোবাল সফটলাইনস ও হার্ডলাইনসের মার্কেটিং ও ইনোভেশন বিভাগের সিনিয়র ডিরেক্টর শেলি লো বলেন, ‘আইকেয়ারের চালু হওয়া ইন্টারটেকের উদ্ভাবনী সল্যুশন প্রদানের প্রতিশ্রুতি আরও দৃঢ় করে, যা আমাদের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক। সরবরাহকারীদের চাহিদাকে সামনে রখে এই প্ল্যাটফর্মের ডিজাইন করা হয়েছে। যা এটিকে এটিআইসি বাজারে অনন্য করে তুলেছে।
‘আইকেয়ার বিশ্বব্যাপী আমাদের গ্রাহকদের টেস্টের অনুরোধ জমা দিতে, রিপোর্ট ও বিশ্লেষণ অনলাইনে দেখতে এবং আমাদের অভ্যন্তরীণ বিশেষজ্ঞ দলের সঙ্গে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে যুক্ত হতে হতে পারবে, যা তাদের স্যাম্পল এবং পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে অধিকতর স্বচ্ছতা প্রদান করে।’