বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাইজদী সার্ভিস পয়েন্ট অফিসের ৫ জন বীমা গ্রাহকের স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে। কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এলিগেন্ট প্রকল্প প্রধান মো. জসিম উদ্দিন সম্প্রতি এসব স্বাস্থ্য বীমা দাবির চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সহকারী প্রকল্প প্রধান ও মাইজদী সার্ভিস পয়েন্ট অফিস ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, আরএসএম মো. নুরুন্নবী রাজু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)