ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র (আইসিবি) ‘শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩’ এর জন্য মনোনীত কর্মচারীগণকে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ মে) আইসিবি’র প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেন। তিনি শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত কর্মচারীগণকে সার্টিফিকেট, ক্রেষ্ট ও চেক প্রদান করেন।
আইসিবি’র সাবসিডিয়ারি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাগণ, আইসিবি’র মহাব্যবস্থাপকগণ এবং আইসিবি কর্মকর্তা সমিতি, আইসিবি কর্মচারী ইউনিয়ন ও বঙ্গবন্ধু পরিষদের (আইসিবি শাখা) প্রতিনিধিগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।