'মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র উদ্যোগে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। আগামী ৪ জুন, ২০২৪ তারিখ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর কাওরানবাজারস্থ ন্যাশনাল লাইফ টাওয়ারে এটি অনুষ্ঠিত হবে।
ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় অংশ নেবেন দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তারা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সহযোগিতায় আয়োজিত এ মতবিনিময় সভা ডিনার গ্রহণের মাধ্যমে শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)