পুঁজিবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে। পাশাপাশি রেকর্ড ডেটের পর আগামী রবিবার (২৬ মে) পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির লেনদেন চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৯ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ: পুঁজিবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ার লেনদেন রোববার বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- কোম্পনিগুলো হলো- এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স এবং এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রোববার কোম্পানি ৯টির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানি ৯টি স্পট মার্কেটে লেনদেন শুরু করে। রেকর্ড ডেটের কারণে রোববার লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৯টি। সোমবার কোম্পানি ৯টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পাঁচ কোম্পানির লেনদেন চালু : রেকর্ড ডেটের পর আগামী রবিবার (২৬ মে) পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির লেনদেন চালু হবে। কোম্পানিগুলো হলো- মীর আখতার হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন সম্পন্ন করে। আজ রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। রেকর্ড ডেটের পর আগামী রবিবার যথানিয়মে কোম্পানিগুলো ডিএসইতে লেনদেন করবে।