নতুন কোম্পানি সেক্রেটারি নিয়োগ দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার (১৬ মে) তিনি বীমা কোম্পানিটিতে যোগদান করেছেন। কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান এফসিএস। তিনি বীমা কোম্পানিটির সহকারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে নিটল ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন। পরবর্তীতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম। মিজানুর রহমান এর চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারির দায়িত্ব পালন করেন। পরিসংখ্যান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মিজানুর রহমান এফসিএস ডিগ্রি অর্জন করেছেন আইসিএসবি থেকে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে এবিআইএ ডিগ্রিও অর্জন করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)