480
ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ন্যায্য ন্যূনতম মূল্য এবং সমন্বিত আচরণবিধির উপর জোর

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক, ঢাকা
মে ২০, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিজিএমইএ – আইএলও এর সঙ্গে বৈঠক
আইএলও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন এর নেতৃত্বে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এর একটি প্রতিনিধিদল ২০ মে ২০২৪ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি এস এম মান্নান (কচি) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আইএলও এর প্রতিনিধিদলে ছিলেন বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আনিস আগুং নুগরোহো, প্রোগ্রাম এবং অপারেশন অফিসার লিনিয়া স্ট্র্যান্ড এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ সাইদুল ইসলাম। সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি বিজিএমইএ নেতাদের সাথে আইএলও এর নেতৃত্বে চলমান উদ্যোগসমূহের অগ্রগতি, বিশেষ করে বাংলাদেশে তৈরি পোশাক কর্মীদের জন্য কাজের পরিবেশ উন্নত করা এবং তাদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য বেটার ওয়ার্ক বাংলাদেশ প্রকল্পের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এই বৈঠকে শিল্পের আরও বিকাশের জন্য, ডিউ ডিলিজেন্স ডাইরেকটিভ এর মতো আসন্ন প্রবিধানগুলো অনুসরণ করা এবং কর্মীদের কল্যান বাড়াতে কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়ে আইএলও এবং বিজিএমইএ এর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে বিজিএমইএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরশাদ জামাল (দীপু), সহ-সভাপতি (অর্থ) মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব, পরিচালক মোঃ ইমরানুর রহমান, পরিচালক শোভন ইসলাম, পরিচালক হারুন আর রশিদ, পরিচালক মোঃ মহিউদ্দিন রুবেল, পরিচালক শেহরিন সালাম ঐশী, পরিচালক সাইফুদ্দিন সিদ্দিকী সাগর, পরিচালক মোঃ রেজাউল আলম (মিরু) এবং বিজিএমইএর শ্রম ও আইএলও বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আ ন ম সাইফুদ্দিন। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি ছিলো সোশ্যাল ও টেকনিক্যাল অডিটের জন্য শিল্পে সর্বজনস্বীকৃত একটি সমন্বিত আচরণবিধি (ইউনিফাইড কোড অব কনডাক্ট) প্রণয়নের প্রয়োজনীয়তা। বৈঠকে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি) বিশ্বব্যাপী ক্রেতা, প্রস্তুতকারক এবং শ্রমিকসহ সকল স্টেকহোল্ডারদের সুবিধার্থে এ ধরনের একটি সমন্বিত আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য আইএলও ‘কে আহবান জানান। তিনি পোশাকের ন্যায্য ন্যূনতম মূল্যের উপর জোর দিয়ে আরও বলেন যে, মূল্য নির্ধারণের এই ধরনের ব্যবস্থা ছাড়া শিল্প দীর্ঘমেয়াদে টেকসই হবে না। বিজিএমইএ সভাপতি শ্রমঘন পোশাকখাতে ন্যায্য মূল্যের উপর গুরুত্বারোপ করে আইএলও’কে বৈশ্বিক ফোরামে এবং ক্রেতাদের সাথে আলোচনায় বিষয়টি নিয়ে তাগিদ দেয়ার জন্য আহবান জানান।