480
ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

আজ শুরু হচ্ছে মিরপুর ফার্নিচার উৎসব ২০২৪

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
মে ২০, ২০২৪ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আজ ২০ মে থেকে শুরু হচ্ছে মিরপুর ফার্নিচার উৎসব ২০২৪। গত বছরের সফল মিরপুর ফার্নিচার ঈদ উৎসব ২০২৩ এর ধারাবাহিকতায় এবারও হতে যাচ্ছে মিরপুর ফার্নিচার উৎসব ২০২৪। বেগম রোকেয়া সরণি মিরপুরস্থ সকল ফার্নিচার শোরুমে আজ ২০ মে ২০২৪ হতে ঈদ উল আযহার আগের রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ফার্নিচার উৎসব।

এই ফার্নিচার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,  সালাউদ্দিন মাহমুদ জাহিদ, এম.পি, সংসদ সদস্য মানিকগঞ্জ ১ এবং সভাপতি, বেগম রোকেয়া সরণি ব্যবসায়িক সমবায় সমিতি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. কে এম আকতারুজ্জামান, সভাপতি, বিএফইএ ও পরিচালক, এফবিসিসিআই, সেলিম এইচ রহমান, সভাপতি, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি, মো. ইলিয়াস সরকার, মহাসচিব, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি ও এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন আলহাজ শেখ আব্দুল আউয়াল, সভাপতি, মিরপুর অঞ্চল, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি।

উক্ত উৎসবে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং নিজ নিজ শো-রুমে প্রডাক্ট ডিস্প্লে করবেন। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রতি  ২০,০০০ টাকার কেনা কাটায়  ক্রেতারা ১টি করে স্ক্র্যাচ কার্ড পাবেন, যার মদ্ধে রয়েছে অসংখ্য পুরস্কার।  এই উৎসবের মূল উদ্দেশ্য হল বেগম রোকেয়া সরণির যে ফার্নিচার মার্কেট হিসেবে দেশব্যাপী পরিচিতি ছিল তা পূনঃরূদ্ধার করা। সংবাদ বিজ্ঞপ্তি