কাজের নামে একের পর এক ভুয়া ভাউচার তৈরি করে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ৪টি একাউন্ট থেকে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সম্প্রতি আইনজীবী সমিতির পক্ষে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সমিতির স্টাফ সোহাগ রানা খান।
আইনজীবীদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে সমিতির একাউন্ট থেকে টাকা তুলে ব্যক্তিগতভাবে খরচ করেছেন অভিযুক্তরা। এসব কর্মকাণ্ডের সঠিক হিসেব দিতে না পারায় পরপর কয়েকবার মিটিংয়ে তোপের মুখে পড়েন তারা। পরবর্তীতে সাংবিধানিক সংকট নিরসনে সকল সদস্যের মতামতের ভিত্তিতে সমিতির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকদের সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক হন আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সদর মেট্রো থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ওয়াজ উদ্দিন মিয়া এবং সদস্য সচিব করা হয় সমিতির সাবেক সভাপতি ও গাজীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিনকে।
কমিটির অন্যান্য সদস্যরা সকলেই বারের সাবেক সভাপতি-সম্পাদক। শর্ত অনুয়ায়ী, এই কমিটির সদস্যরা শুরু করেন তাদের দুর্নীতি অনুসন্ধান। এমন পরিস্থিতিতে আইনজীবী সমিতির আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে প্রতিবাদ ও বিক্ষোভ করে অন্য সদস্যরাও।
আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া বলেন, সাবেক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সমিতির ফান্ড থেকে ১ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাতের সত্যতা পাওয়া গেছে। পরে সমিতির সিদ্ধান্ত মোতাবেক সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং তাদের সহযোগী হিসেবে লাইব্রেরি ও মহিলাবিষয়ক সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়। এডহক কমিটির সদস্য সচিব বলেন, তাদের কাছ থেকে সকল নথিপত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা অভিযোগের জবাবেও আত্মসাতের বেশ কিছু বিষয় স্বীকারও করেছেন। অভিযুক্ত সাধারণ সম্পাদক টাকা ফিরিয়ে দিতে একটি চেক দিয়েছিলেন,সেটিও ডিজঅনার হয়েছে। এদিকে বারের কোটি কোটি টাকা আত্মসাতের বিষয়ে জানতে বারবার অভিযুক্ত সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
১৯৭৮ সালে গঠিত গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে ২ হাজার ৩০০ ওপরে সদস্য রয়েছে। অভিযুক্ত সভাপতি আহছান উদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আওয়ামী আইনজীবী প্যানেল থেকে নির্বাচিত হয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)