নবম পে-স্কেল দেওয়া ও আউটসোর্সিং প্রথা বাতিলসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি (বাচসকস)। শনিবার (১১ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মো. আজিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক মরহুম আব্দুল আজিজের গড়া দেশের নিম্নআয়ের চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জিভূত ১০ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
তাদের দাবিগুলো হলো-
১) নবম জাতীয় বেতন কমিশন গঠন করে ১ দশমিক ৫ শতাংশ হারে বেতন স্কেল সর্বনিম্ন ২৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করতে হবে।
২) আউটসোর্সিং প্রথা বাতিল করে আউটসোর্সিং ও প্রকল্পের নিয়োগকৃত সকল জনবল রাজস্বখাতে স্থানান্তর।
৩) দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে ৪০ শতাংশ মহার্ঘভাতা দিতে হবে।
৪) বাড়ি ভাড়া ৮০ শতাংশ, চিকিৎসা ভাতা ৩ হাজার টাকা, শিক্ষা ভাতা ২ হাজার টাকা, যাতায়াত ভাতা ১ হাজার ৫০০ টাকা, টিফিন ভাতা ১ হাজার টাকা এবং ধোলাই ভাতা ১ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
৫) পুলিশের মতো রেশন প্রদান করতে হবে এবং নার্সদের ন্যায় পোশাকের টাকা বেতনের সঙ্গে দিতে হবে।
৬) সচিবালয়ের মতো পদবি পরিবর্তন ও শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সকল কর্মচারীদের ৫০ শতাংশ পদোন্নতি দিতে হবে।
৭) নিয়োগের ক্ষেত্রে রেলের (রেল অধিদপ্তরের) মতো ৪০ শতাংশ পোষ্য কোটা সংরক্ষণ রাখতে হবে।
৮) শতভাগ পেনশন উত্তোলনের সুবিধাসহ পেনশন গ্রাচুইটি হার এক টাকায় ৫০০ টাকা নির্ধারণ করে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে।
৯) সরকারি কর্মচারীদের সুদ মুক্ত ঋণ দিতে হবে।
১০) সরকারি সকল প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে ঝুঁকি ভাতা প্রদান করতে হবে এবং পূর্বের ন্যায় পাহাড়ি ভাতা প্রদান করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. নিজাম উদ্দিন পাটওয়ারী, সংগঠনের উপদেষ্টা আব্দুল মান্নান, কার্যকরী সভাপতি মো. সেলিম ভুঁইয়া, অতিরিক্ত মহাসচিব অহিদুর রহমান, কার্যকরী সভাপতি মনির আহমেদ, সহ-সভাপতি মো. রমিজ, দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল লিটন, প্রচার সম্পাদক সেলিম শেখ ও সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)