480
ঢাকারবিবার , ১২ মে ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

টেক্সটাইল ফোকাসের ‘ ইন্সপাইরেশন’ ১৮ মে 

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
মে ১২, ২০২৪ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

পোশাক শিল্পের নলেজ ভিত্তিক প্লাটফর্ম  টেক্সটাইল ফোকাসের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে পাবলিক স্পিকিং ইভেন্ট ‘ ইন্সপাইরেশন ।

আগামী ১৮ মে (শনিবার) রাজধানীর তেজগাঁও ফনিক্স টাওয়ারে ইন্টারটেক বাংলাদেশ-এ অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। সম্প্রতি টেক্সটাইল ফোকাসের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে ‌।

আরো জানা যায়, টেক্সটাইল সেক্টরের শিক্ষার্থী, তরুণ পেশাদার এবং নতুন উদ্যোক্তাদের ক্যারিয়ারে উন্নতি এবং দক্ষতা বৃদ্ধির জন্য দেশের প্ল্যাটফর্ম হিসেবে এবারের আয়োজনেও অনুপ্রেরণা, ক্ষমতায়ন এবং নেটওয়ার্কিংয়ের ওপর দেওয়া হবে বিশেষ গুরুত্ব। এ ছাড়া থাকবে লার্নিং সেশন, ক্যারিয়ার সেশন এবং দারাজ বাংলাদেশের মার্কেটিং সেশন।

এবারের আয়োজনে মূল বক্তা হিসেবে থাকবেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন, এছাড়া থাকবেন বিজিএমইএ এর নতুন দুজন পরিচালক, আইটি সেক্টরের তরুণ প্রজন্মের নেতৃত্ব, টেক্সটাইল সেক্টরের তরুণ প্রজন্মের উদ্যোক্তাসহ আরও অনেকে।

এবারের আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক কুইনটেকস কেমিয়া, সহযোগী হিসেবে রয়েছে ইনটারটেক বাংলাদেশ, ইয়াংহে মেশিনারি এবং সোলার হোম।

আয়োজনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনসহ বিস্তারিত জানতে ভিজিট করুন টেক্সটাইল ফোকাস এর পেজে। ইভেন্টি সরাসরি লাইভ সম্প্রচার করা হবে।