480
ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

টানা ১১ বার সিআইপি হলেন এএসএম মহিউদ্দিন মোনেম

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
মে ১১, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

টানা ১১ বারের মতো সিআইপি হলেন সার্ভিস ইঞ্জিনের চেয়ারম্যান ও আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম মহিউদ্দিন মোনেম।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি এ সন্মাননা প্রদান করেন।

বাংলাদেশ সরকার কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশের শিল্প খাতে বিশেষ করে রফতানি ও বাণিজ্যের ক্ষেত্রে অবদানের জন্যে সিআইপি পুরষ্কারের স্বীকৃতি দেয়। মহিউদ্দিন মোনেমের ধারাবাহিকভাবে সিআইপি অ্যাওয়ার্ডের স্বীকৃতি, দেশে কর্মসংস্থান সৃষ্টি, রফতানি বৃদ্ধি এবং স্মার্ট বাংলাদেশ স্থাপনে তার অঙ্গিকার এর প্রতিফলন তার নেতৃত্বে, সার্ভিস ইঞ্জিন লিমিটেড টানা ১১ বারের মতো আইএওপি কর্তৃক শীর্ষ ১০০টি গ্লোবাল আউটসোর্সিং কোম্পানির একটি হিসেবে স্বীকৃত হয়েছে।

মহিউদ্দিন মোনেম বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য একাধিকবার রাষ্ট্রপ্রতি পুরস্কার এবং পরপর ১০ বার জাতীয় রফতানি ট্রফিতে ভূষিত হয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে টানা ১০ বার সেরা করদাতার স্বীকৃতি ও পেয়েছেন। তিনি শিল্প মন্ত্রণালয়কর্তৃক আয়োজিত‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ সম্মানে ভূষিত হন। মোনেম প্রখ্যাত শিল্পপতি মরহুম আব্দুল মোনেমের কনিষ্ঠ পুত্র। তিনি একাধারে বাংলাদেশে চেকপ্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে দায়িত্বও পালন করছেন।