480
ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হ‌ওয়ায় কামরুজ্জামান ভূইয়া লুটুলকে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের শুভেচ্ছা

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
মে ১১, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর মহাসচিব জনাব কামরুজ্জামান ভূইয়া (লুটুল)। তুমুল প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় বিসিএস সদস্য এবং কার্যনির্বাহী কমিটির পক্ষে কামরুজ্জামান ভূইয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।

শুভেচ্ছা বার্তায় বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার বলেন, বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূইয়া একজন দক্ষ সংগঠক এবং জনদরদী, পরোপকারী ও নিজ এলাকার মানুষের প্রতি নিবেদিত প্রাণ। নিজের পরিচালিত প্রতিষ্ঠানেও তিনি নিজ এলাকার মানুষদের সবসময় সুবিধা এবং সম্মান দিয়েছেন। সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো তিনি বিসিএস এর মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ভোটারদের আস্থা ও ভালোবাসার অন্যতম মানুষের নাম কামরুজ্জামান। আমি আশা করবো দক্ষ হাতে তিনি গোপালগঞ্জ সদর উপজেলার দায়িত্ব পালন করবেন এবং গোপালগঞ্জের মানুষ উনার নেতৃত্বে সুশাসন, দূর্নীতিমুক্ত প্রশাসন, এলাকার যথাযথ উন্নয়নের সফল প্রতিফলন দেখতে পাবেন।

স্মার্ট বাংলাদেশ গঠনে বিসিএস মহাসচিবের ভূমিকা উল্লেখ করে সুব্রত সরকার বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে তৃণমুল থেকে সাধারণ মানুষকে তথ্যপ্রযুক্তির সাথে সম্পৃক্ত করার কোন বিকল্প নেই। একজন প্রযুক্তিপ্রেমী ও এই খাতে কাজ করা মানুষ যখন প্রশাসনের নীতি নির্ধারণের পর্যায়ে থাকবেন তখন সেই এলাকায় তথ্যপ্রযুক্তি এগিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী। শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্য সেবা, বিশেষ প্রকল্প, পরিবেশ সংরক্ষণ, বেকারত্ব দূরীকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনেও কামরুজ্জামান ভূইয়া হবেন নেতৃত্বের অন্যতম দৃষ্টান্ত। আমরা বিসিএস মহাসচিবের সর্বাঙ্গীন উন্নতি ও সুস্বাস্থ্য কামনা করি।

নির্বাচনের ফলাফল প্রকাশের পর বিসিএস মহাসচিবকে শুভেচ্ছা জানাতে বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার, কোষাধ্যক্ষ আনিসুর রহমান এবং পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হাসান গোপালগঞ্জে যান।

কার্যনির্বাহী কমিটির সদস্যদের ভালোবাসায় আবেগ আপ্লুত হয়ে বিসিএস মহাসচিব বিসিএস কার্যনির্বাহী কমিটি এবং বিসিএস সদস্যদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে কামরুজ্জামান বলেন, বেকারত্ব দূরীকরণ আমার কর্মপরিকল্পনার মধ্যে অন্যতম। যুবকদেরকে আউটসোর্সিং এর প্রতি আগ্রহী করে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বনির্ভর করে বৈদেশিক মুদ্রা অর্জন বৃদ্ধি করতে আমি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো। গোপালগঞ্জের মানুষ আমার উপর ভরসা রেখেছে। নিশ্চয় আমি তাদের আস্থার জায়গা থেকে আমার সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করবো। গোপালগঞ্জের মানুষের প্রতি আমি চির কৃতজ্ঞ।