480
ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বিজিএপিএমইএ ভোট হচ্ছে আজ শনিবার

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
অনু জোনায়েদ, বিশেষ প্রতিনিধি, ঢাকা
মে ১১, ২০২৪ ১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নির্বাচন বোর্ড ভোটকেন্দ্র হিসেবে বেছে নিয়েছে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)

তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন বিজিএপিএমইএ। প্রথমবারের মতো ২০২৪-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে একযোগে আজ শনিবার ভোট হচ্ছে। প্রায় ৩৩ বছর আগে বাণিজ্য সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পায় এরপর একে একে সাতজন সভাপতি দায়িত্ব পালন করেছেন। তাদের প্রত্যেকেই সমঝোতার ভিত্তিতে পর্ষদ গঠন করায় কখনোই ভোট দেওয়ার সুযোগ পাননি সাধারণ সদস্যরা।

তবে বাণিজ্য সংগঠনটির সর্বশেষ কমিটির কয়েকজন নেতার দ্বন্দ্বের কারণে সমঝোতায় নেতৃত্ব নির্বাচনের প্রথাটি ভাঙতে যাচ্ছে। এর ফলে ৩৩ বছর পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন সংগঠনের ৪৬০ জন সদস্য। যদিও সদস্যদের অনেকেই ভোটার হননি। সংগঠনটির সক্রিয় সদস্য ১ হাজার ২০০ জন।

নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের ২১টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন প্রার্থী। তারা দুইটি প্যানেলের অধীনে নির্বাচন করছেন।

প্যানেল দুইটি হচ্ছে— মেম্বার্স ইউনিয়ন ও ঐক্য। অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছিরুল আলম। আর ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সাবেক পরিচালক ও আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার। এজন্য উভয় প্যানেলই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

বিজিএপিএমইএর নির্বাচনে অ্যাকটিভ মেম্বার্স ইউনিয়ন নামের প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাছিরুল আলম। ঢাকা অঞ্চলে এই প্যানেলের প্রার্থীরা হলেন মো. আফজালুল আলম, মো. আবদুল হান্নান মোল্লা, এ কে এম মোস্তফা সেলিম, জিয়াউল ইসলাম, এস এম মালেক, জামিল আহমেদ, মো. রফিকুল ইসলাম চৌধুরী, পুলক পোদ্দার, মো. আবদুন নুর, মো. সুলতানুল ইসলাম, মীর রায়হান আলী, মোহাম্মদ আবদুল কাইয়ুম, সাইফুল আলম সেলিম, মো. বন্দে আলী মিয়া এবং মো. এনামুল হক। চট্টগ্রাম অঞ্চলে এই প্যানেলের প্রার্থীরা হলেন, মোহাম্মদ বেলাল, মো. শহীদুল ইসলাম চৌধুরী, মো. আবদুল ওয়াজেদ, মোহাম্মদ এনামুল হক এবং মোহাম্মদ ইকবাল পারভেজ।
অন্যদিকে ঐক্য পরিষদ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সাবেক পরিচালক ও আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার। ঢাকা অঞ্চলে এই প্যানেলের প্রার্থীরা হলেন—মোজাহারুল হক, মনিরুজ্জামান মোল্লা, মোবারক উল্লাহ মজুমদার, মো. ফিরোজ উদ্দীন, কাজী ফাহাদ, মো. সাইফুল ইসলাম, মো. আতিকুর রহমান, কাজী আশরাফুল হক, শাকিল হোসেন, মো. আজাদ খান, কাজী তাইফ সাদাত, মোহাম্মদ জসিম উদ্দিন, জহিরউদ্দিন মো. বাবর, এ টি এম কামরুজ্জামান ও তাপস কর্মকার। চট্টগ্রাম অঞ্চলে ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন—খন্দকার লতিফুর রহমান, মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, মোহাম্মদ হোসাইন আল ওসমান, বেলাল উদ্দিন এবং মোহাম্মদ ফজলুল করিম।

জানা গেছে, ভোটের মাত্র এক সপ্তাহ আগে ভোটকেন্দ্র চূড়ান্ত করে নোটিশ জারি করে নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ড ভোটকেন্দ্র হিসেবে বেছে নিয়েছে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। বিজিএপিএমইএর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. রাজ্জাকুল ইসলাম বলেন, ‘অবাধ ও সুষ্ঠু ভোট করতে আমরা সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করব। এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ নেই। উভয় প্যানেলই সহযোগিতা করছে।’
মো. রাজ্জাকুল ইসলাম আরও বলেন, ‘ভোটারেরা পরিচয়পত্র সংগ্রহ করে মোবাইল ফোন জমা দিয়ে ভোট দেবেন। ভোটকক্ষে সিসি ক্যামেরা থাকবে।’