জহিরুল হক মেসার্স জার্ক গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সাড়ে ১২ কোটি টাকা ঋণের খেলাপী
সোনালী ব্যাংক লালদীঘি শাখার সাড়ে ১২ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের মামলায় মো. জহিরুল হক নামের এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি আগ্রাবাদ দোভাষ লেইনের মেসার্স জার্ক গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। ২৩ এপ্রিল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে দুপুরে নগরীর হকার মার্কেট এলাকা থেকে অর্থঋণ আদালতের একটি সাজা পরোয়ানামুলে মো. জহিরুল হককে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে ডবলমুরিং থানা পুলিশ।
অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম উদ্যোক্তা বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০০৩ সালের মামলা এটি। ২০০৯ সালে ঋণ পরিশোধ করার জন্য আদালত ডিক্রি দেয়। কিন্তু বিবাদী ঋণ পরিশোধ করেননি। এরই ধারাবাহিকতায় বাদী ব্যাংক জারি মামলা দায়ের করলে আদালত বিবাদীর বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ প্রদান করেন। এটিসহ ১৪টি মামলায় মো. জহিরুল হকের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা পায় সোনালী ব্যাংক বলেও জানান বেঞ্চ সহকারী।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)