480
ঢাকাশুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ৯ রিসোর্ট ও দু’টি মুরগির খামারে উচ্ছেদ অভিযানে প্রায় ২৭ বিঘা সরকারি জমি উদ্ধার

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
এপ্রিল ২৬, ২০২৪ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে ৯টি রিসোর্ট ও দু’টি মুরগির খামারে উচ্ছেদ অভিযান চালিয়ে বনবিভাগের প্রায় ২৭ বিঘা সরকারি জমি উদ্ধার করা হয়েছে। কোটি টাকা মূল্যের এসব সরকারি জমি দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ী চক্রের দখলে ছিল। উদ্ধারের সময় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় বিভিন্ন ধরনের স্থাপনা।

বুধবার দিনভর গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায় শালবন গ্রীন অরণ্য রিসোর্ট, ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় সজনী ফিলিং সিটি রিসোর্ট ও হোতাপাড়া এলাকার শ্যামলী রিসোর্টে অভিযান চালিয়ে ১ একর ২৬ শতাংশ জমি উদ্ধার করা হয়।‌

এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান নেতৃত্ব দেন। এর আগের দিন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক ও সহকারী কমিশনার রাফে মোহাম্মদ ছড়ার নেতৃত্বে সদর উপজেলার ম্যাক্স ভ্যালী, অনন্ত ভবন, রাজেন্দ্র ইকো রিসোর্ট ও গ্রীনটেক রিসোর্টের অবৈধ দখলে থাকা থাকা ২ একর ৯৭ শতাংশ জমি উদ্ধার করা হয়।
এ ছাড়া কয়েকদিনে শ্রীপুর উপজেলার ফাউগান ইকো রিসোর্ট, মাটির মায়া ইকো রিসোর্ট এবং আল নুর হ্যাচারি ও ফজলু পোল্ট্রি ফার্মের দখল থেকে মোট ৪ একর ৫৬ শতাংশ জমি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে উদ্ধার করা হয়। এসব অভিযানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন ও জীব বৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলামসহ বিভিন্ন বিট কর্মকর্তা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।