*এ এক চমৎকার দৃষ্টান্ত। এক অভিনব পদ্ধতি। পথে বোতল কিংবা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস অথবা কোন কোম্পানির পানির বিতরণ দেখা যায়। কিন্তু বাড়ির দেয়ালে পথচারীদের জন্য বিশুদ্ধ ফ্রী পানি পরিবেশনের ব্যবস্থা সত্যিই এক অভিনব। এমনটি দেখা গেছে রাজধানীর গুলশানে এবং বনানীতে।
এ দুই এলাকার পথচারীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে স্থানীয় কিছু বাড়ির মালিকরা। এলাকার পথচারীদের জন্য অত্যন্ত আনন্দের খবর। এলাকার তৃষ্ণার্ত পথচারীরা বিনামূল্যেই এই পানি খেতে পারে। জামিল হোসেন নামে এক পথচারীও এ পানি পান করে তার তৃষ্ণা মিটিয়েছেন। জানতে চাইলে বনানী ১৭ নম্বর রোডের এক বাড়ির দেওয়ালে বিশুদ্ধ পানি পান করা জামিল হোসেন বলেন, 'তৃষ্ণার্ত পথচারীসহ সবার জন্য সুপেয় ও নিরাপদ পানির সুব্যবস্থা নিশ্চিত করতেই গুলশান বনানীর কিছু বাড়ির মালিকের এই উদ্যোগ সত্যিই আনন্দের। আমি প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি, যারা এ কল্যাণমূলক কাজ করেছে ন।
এদিকে রাজধানীর মিরপুর ধানমন্ডি ও বসুন্ধরা এরকম খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)