*টাঙ্গাইল শাড়ির জিআই-এর জন্য মামলা হবে ভারতে
নতুন করে বাংলাদেশের ১৪ পণ্য জিআই সনদ পেল। একই সঙ্গে টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতের আদালতে মামলা করা হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর বেইলী রোডে অবস্থিত ফরেন সার্ভিসেস একাডেমিতে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধিনস্ত প্রতিষ্ঠান পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিডিটি। অনুষ্ঠানে জিআই সনদ দেওয়া হয়। এখন জিআই সনদ পাওয়া পণ্যের সংখ্যা হলো ৩১ টি।
ডিপিডিটি’র কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, ভারতের হাইকোর্টে টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষ থেকে মামলা করা হচ্ছে। এজন্য ম্যাশন এন্ড এসোসিয়েট নামের একটি ল-ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে বাদি হবেন টাঙ্গাইল জেলা প্রশাসক।
কিন্তু মামলা করতে সাহায্য করছে শিল্প ও পররাষ্ট্রমন্ত্রণালয় এবং দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সিনিয়র শিল্প সচিব জাকিয়া সুলতানা, ডিপিডিটির মহাপরিচালক মুনিম হাসান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)