ঢাকায় চতুর্থ ইন্টারন্যাশনাল ট্রেড সামিট অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ মে। ‘টেকসই ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ ও ভারত যৌথভাবে বাংলাদেশে এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে। বিশ্বের প্রায় ২৫টি দেশের প্রায় ৫০০ প্রতিনিধি নিয়ে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এটি অনুষ্ঠিত হবে। ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ সম্মেলন আয়োজনে সহযোগিতা দিচ্ছে বিগমিন্ট। সম্মেলনের আয়োজক বাংলাদেশের আহমেদ এন্টারপ্রাইজ।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধান অতিথি ও এফবিসিসিআই সভাপতি মাহাবুবুল আলম প্রধান বক্তা হিসেবে সামিটে উপস্থিত থাকবেন। প্রথম দিন সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
ইন্টারন্যাশনাল ট্রেড সামিটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ গ্রহণ করছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে স্টিল, সিমেন্ট, বিদ্যুৎ ও শিপ রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের সভাপতিরা উপস্থিত থাকবেন। এছাড়া সম্মেলনে যোগ দেবেন ইস্পাত, সিমেন্ট, বিদ্যুৎ ও জাহাজ শিল্প খাতের ব্যবসায়ীরা।
এশিয়া-প্যাসিফিকের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ বাংলাদেশ টেকসই অনুশীলনের মাধ্যমে প্রবৃদ্ধির ‘হটস্পট’ হিসেবে আবির্ভূত হচ্ছে। দেশের অর্থনীতি সম্প্রসারণের ফলে বৈশ্বিক কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে।
দুই দিনের সম্মেলনটি শিল্প খাতের নেতারা, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীসহ ইস্পাত, সিমেন্ট ও বিদ্যুৎ খাতের মূল স্টেকহোল্ডারদের একত্র করবে। এটি সহযোগিতামূলক সুযোগগুলোর জন্য একটি নেটওয়ার্ক প্রদান করবে এবং বাজারের প্রবণতা ও চ্যালেঞ্জগুলো আলোচনার জন্য একটি প্লাটফর্ম প্রদান করবে