480
ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বেসিস ভোটে

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

প্রার্থী প্রত্যাহারের শেষ দিনে একসঙ্গে সড়ে দাঁড়ান আট প্রার্থী। এতে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ১১ পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। শনিবার (২০ এপ্রিল) বিকেল নির্বাহী পরিষদ ভোটের অংশ নেয়া ৪৪ প্রর্থীর মধ্যে ৩৩ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা পরিষদ। ভোটে ১১ সদস্যের নির্বাহী পরিষদে বেসিসের সাধারণ সদস্য শ্রেণি থেকে আটজন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্য শ্রেণি থেকে একজন করে নির্বাচিত হবেন। ব্যালট ভিত্তিক ভোট হলেও ৩৩ জন প্রার্থী তিনটি পূর্ণাঙ্গ প্যানেলের অধীনে ভোট চাইছেন। দিয়েছেন ইশতেহার ও প্রতিশ্রুতি। শুরু হয়ে গেছে ভোটর সংযোগও।

অবশ্য আজ ২২ এপ্রিল বিকেল পাঁচটায় রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে প্রার্থী পরিচিতি সভার আয়োজন করেছে নির্বাচন বোর্ড। তবে তার আগেই প্যানেলে নিজেদের প্রার্থীতার কথা জানান দিয়েছে চালকের আসনে থাকা ‘ওয়ান টিম’; সবার আগে দলগড়া ‘টিম স্মার্ট’ এবং নতুন প্রত্যয়ে উজ্জীবিত ‘টিম সাকসেস’। টি আই এম নুরুল কবীরের নেতৃত্বে সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী সদস্য করে ৩ সদস্যের নির্বাচন বোর্ডকে নির্বাচন পরিচালনায় সহায়তা করছেন তিন সদস্যের আপিল বোর্ড। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ চলবে। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

ওয়ান টিম : বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছে ‘ওয়ান টিম’ প্যানেল। এই প্যানেলের অন্য প্রার্থীরা হচ্ছেন- সাধারণ সদস্য শ্রেণির উত্তম কুমার পাল, দিদারুল আলম, রাশিদুল হাসান, এ কে এম আহমেদুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, কে এ এম রাশেদুল মজিদ এবং সৈয়দ আবদুল্লাহ জায়েদ (সহযোগী), বিপ্লব ঘোষ (অ্যাফিলিয়েট) ও সৈয়দ মোহাম্মদ কামাল (আন্তর্জাতিক)। প্রার্থী বিশ্লেষণে এই প্যানেলে বিগত সময়ে নেতৃত্ব দেয়া প্রার্থীর সংখ্যা বেশি। তবে এবার এখানে নেই কোনো নারী প্রার্থী।

টিম স্মার্ট: অ্যাডভান্সড ইআরপির মো. মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে ‘টিম স্মার্ট’ প্যানেলের প্রার্থীদের মধ্যে সাধারণ সদস্য শ্রেণির মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান এবং নিয়াজ মোর্শেদ এলিট। এই টিমের প্রার্থীরা হলেন- আরমান আহমেদ খান (সহযোগী), লুতফি হায়দার চৌধুরী (অ্যাফিলিয়েট) ও এ এইচ এম হাসিনুল কুদ্দুস (আন্তর্জাতিক)। এই প্যানেলে ব্যাবসায় সফল প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্য।

টিম সাকসেস’ : ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলামের নেতৃত্বে ‘টিম সাকসেস’ প্যানেলেরপ্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণির তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা এবং এন এম রাফসান জানি (সহযোগী), আবদুল আজিজ (অ্যাফিলিয়েট) ও আবু মুহাম্মদ রাশেদ মজিদ (আন্তর্জাতিক)। এই টিমে রয়েছেন সর্বোচ্চ দুই জন নারী প্রার্থী।

বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন। এদের মধ্যে প্রাথমিক ভাবে প্রার্থীতা জমা দিয়েছিলেন ৪১ জন।