বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। একই বোর্ডের আইসিটি পরিচালক অধ্যাপক মো. মামুন উল হককে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে কারিগরি শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব আনিসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবার খানকে দায়িত্ব থেকে অব্যাহিত দিয়ে কারিগরি অধিদফতরে সংযুক্ত করা হলো। কারিগরি শিক্ষাবোর্ড অব্যাহতিপ্রাপ্ত ও কারিগরি শিক্ষা অধিদফতরের সংযুক্ত নতুন কর্মস্থলে যোগদানের জন্য পদ থেকে অবমুক্ত করা হলো। একই দিনে অন্য একটি প্রজ্ঞাপনে কারিগরি শিক্ষাবোর্ডের আইসিটি পরিচালক অধ্যাপক মো. মামুন উল হককে বোর্ডের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর-রশীদ বলেন, সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে ডিবিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে। এর আগে শনিবার (২০ এপ্রিল) রাজধানীর উত্তরা থেকে কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী মোছা. সেহেলা পারভীনকে (৫৪) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে সনদ বাণিজ্যের সংশ্লিষ্টতা পাওয়ায় মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।