480
ঢাকাবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জমি বুঝিয়ে দিলেন প্রশাসক ও প্রশাসন

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

*দীর্ঘ ৩৯ বছর পর বহু প্রতীক্ষার পর রায় বাস্তবায়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কুদ্দুছ

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ আব্দুল কুদ্দুস ১৯৭৯ সালে মৃত ঊজির আলী সরদারের স্ত্রী হালিমা খাতুনের কাছ থেকে জামালপুর পৌর এলাকার সাহাপুর মৌজার দক্ষিণ মুকন্দবাড়ী এলাকায় ১৪.২৫ শতাংশ ভূমি বায়না দলিল মূলে ক্রয় করেন।

মৃত উজির আলীর সন্তানাদি নাবালক থাকায় উজির আলীর স্ত্রী গার্ডিয়ান শীপের আবেদন করেন। গার্ডিয়ান শীপের আবেদন মঞ্জুর হলে বীর মুক্তিযোদ্ধা আবুল কুদ্দুস ভূমির মালিককে জমিটি সাব- কবলা দলিল করে দেয়ার জন্য অনুরোধ করেন। ভূমির মালিক নানা তালবাহানা করতে থাকলে এবং একই জমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কুদ্দুস ৫৭/১৯৮৫ নং চুক্তি প্রবলের মামলা দায়ের করেন। ইতিমধ্যে জনৈক মাহাবুবুল ভূমির মালিকের সাথে যোগসাজশে মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কদ্দুছের বায়না দলিলের পূর্বের তারিখ দেখিয়ে একটি জাল বায়না দলিল তৈরি করেন। যা পরবর্তীতে আদালতে প্রমাণিত হলে ৫/১০/১৯৯২ তারিখে বিজ্ঞ সাব জজ আদালত মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের পক্ষে রায় প্রদান করেন, সেই সাথে পণ মূল্যের বক্রী টাকা জমা প্রদানের নির্দেশসহ বায়না সংশ্লিষ্ট তফসিল ভূমি আদালত কর্তৃক রেজিস্ট্রেশন করে দেয়ার নির্দেশ প্রদান করা হয় ।
অতঃপর বিগত ২৯/০৯/১৯৯৯ তারিখে বিজ্ঞ আপীল আদালতে জেলা জজ কোর্টের রায়ের বিরুদ্ধে মাহাবুবুল হক গং মহামান্য হাইকোর্ট ডিভিশনে ১০৬৩/২০০০ ও ১০৬৪/২০০০ নং সিভিল রিভিশন দায়ের করেন এবং ২৪/০৩/২০১১ তারিখে মাহাবুবুল হকে গং দের পক্ষে রায় প্রদান করেন । মহামান্য হাইকোর্ট ডিভিশনের রায়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা আবুল কুদ্দুস মহামান্য সুপ্রিম কোর্ট ডিভিশনের আপীলেট ডিভিশনে লিভ টু আপিল এবং স্থীতি অবস্থা (Stats Quoo) এর আবেদন করলে বিজ্ঞ সুপ্রিম কোর্ট আবেদন গ্রহণ করে সকল পক্ষকে স্থিতি অবস্থা বিরাজ করার নির্দেশ প্রদান করেন। এইদিকে হাইকোর্ট এর রায়ের সুবাদে মাহাবুবুল হক স্থানীয় কতিপয় ব্যাক্তির কাছে অত্যন্ত চতুরতার সাথে নালিশী ভূমি বিক্রয় করে স্বপরিবারে রাতের আঁধারে জামালপুর ত্যাগ করেন । এবং রাতারাতি নালিশী ভূমি মাটি ভরাট করে বহুতল ভবন নির্মাণ করে। এমতাবস্থায় বীর মুক্তিযোদ্ধা আবুল কুদ্দুস মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশনার কপিসহ সদর থানায় জিডি এন্ট্রি করলে সদর থানার পুলিশ তদন্ত করে প্রতিবেদন প্রদান করে । সুপ্রিম কোর্টের নির্দেশনা অবজ্ঞা করে জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করায় Contempt Petition শুনানি অন্তে মাহাবুবুল হক গং দের বিরুদ্ধে Court of Contempt আনয়ন করেন । পরিশেষে মহামান্য সুপ্রিম কোর্ট উভয় পক্ষের শুনানি শেষে ০৪/১০/২০২১ তারিখে মুক্তিযোদ্ধা আলহাজ্ আব্দুল কদ্দুছ এর পক্ষে রায় প্রদান করে । একই সাথে মামলা চলমান অবস্থায় সমস্ত দলিল বাতিল করে আদালত কর্তৃক বীর মুক্তিযোদ্ধা আবুল কুদ্দুস কে জমির দখল বুঝিয়ে দেয়ার নির্দেশনা প্রদান করে । উল্লেখ্য যে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ আব্দুল কদ্দুছ বিগত ১৩/০২/২০২২ ইং তারিখে ৮৫ বছর বয়সে স্রী এবং দুই পুত্র রেখে পরলোক গমন করেন । দীর্ঘ ৩৯ বছর পর বহু প্রতীক্ষার পর রায় বাস্তবায়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল কদ্দুছ এর পরিবারেরপক্ষ থেকে জৈষ্ঠ পুত্র খাজা ওয়াছিউল্লাহ্ মহামান্য সুপ্রিম কোর্ট এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানান ।