শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম রেজা ফরহাদ হুসাইন ব্যাংকটি থেকে তার বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি জানিয়েছেন, ব্যাংকটিতে তার শেয়ার ছিল ৪ লাখ ৯৫ হাজার ২৩টি। সেখান থেকে তিনি ৪ লাখ ৮৫ হাজার ২৩ শেয়ার বিক্রি করে দিবেন। যার ফলে ব্যাংকটিতে তার শেয়ার থাকবে মাত্র ৯ হাজার।
তবে মন্দা বাজারে কেন তিনি ব্যাংকটি থেকে তার বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছেন, তা তিনি উল্লেখ করেননি।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)