শহরের সেরা বাফেট মানে আমানা ফুড ভিলে।বর্ষবরণে আপনার সাথে আমানা ফুড ভিলেতে দিনব্যাপী চলছে বৈশাখের বিশেষ আয়োজন। যেখানে বাফেট লাঞ্চ ৬০+ আইটেম ও বাফেট ডিনার ১০০+ আইটেম এর সাথে থাকছে বৈশাখের বিশেষ আয়োজন। স্বাদ ও স্বাস্থ্যসম্মত খাবারে Amana Food Ville সবসময় আছে আপনাদের পাশে।
নববর্ষ (১৪৩১) রাঙাতে আমানা ফুড ভিলে বাফেটে নিয়মিত আইটেমের সঙ্গে আট ধরনের বৈশাখী আইটেম পান্তা ভাত, ইলিশ ফ্রাই, ভাপা ইলিশ, শুটকি ভর্তা, চেপা ভর্তা, টমেটো ভর্তা, চিংড়ি ভর্তা ও আলু ভর্তাসহ থাকছে আরও অনেক কিছু।
কোলাহলমুক্ত সুন্দর পরিবেশে খাবার পরিবেশনে আমানা ফুড ভিলের বিকল্প নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
আমানা ফুড ভিলে-তে যেকোনো পার্টির বুকিং নেওয়া হচ্ছে। এখানে ধারণ ক্ষমতাঃ ৩০০+ঠিকানাঃ এসকেএস শপিংমল, তৃতীয় তলা, ৭ ভিআইপি রোড, মহাখালী ঢাকা-১২০৬। যোগাযোগঃ ০১৩১৩৭১৬৭৬৭, ০১৩১৩৭১৬৭৯৭
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)