480
ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

শনিবারের চিঠি :বাতায়ন খুলে রেখো ৷৷ রফিক উল আলম 

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
রফিক উল আলম
এপ্রিল ১৩, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

শনিবারের চিঠি :বাতায়ন খুলে রেখো ৷৷ রফিক উল আলম

প্রিয় মেঘমালা!

পেয়েছি যথা সময়, চিঠিখানা হাতে –

তোমার হয়তো’বা জানা, হয়তো নেই যে জানা! আকাশের বুকে, বিচরণ তব, সকাল দুপুর সাঁঝে, নিশিত রাতে ও প্রাতে,

প্রশান্ত তোমার মুখ! ধীর লয়ে বয়ে যাও, ধরণীর চারিধারে, তাকে ভালোবেসে

অবাক হও যে দেখে! মানুষেরা আজ, পৃথিবীর বুকে, রিপু তাড়নায়, ছুটছে পাগল বেশে।

হয়ে যাচ্ছে পরিবার, ভেঙে খান খান! সমাজ সংসার, যেনো আজ, প্রহসনে ভরা

প্রিয়জন যাকে বলি, কারো মাঝে, দায় নেই, সবই দায়সারা, মায়া মমতার, নিদারুণ খরা,

বেড়াতে আসে না আজ, স্বজনেরা, না দিলে দাওয়াত, ঘটা করে! ইগো’তে যে লাগে

টেলিফোনে খোঁজ নেবে? ভাবে আমি, গতবারও, টেলিফোনটা, করেছি যে আগে?

আগের সেই সৌহার্দ্য, বিনা দাওয়াতে, যখন তখন, চলে আসা, ভালোবাসা, সব গেছে উবে

ব্যস্ত সকলে এখন, নিজেকে যে নিয়ে, আপন ভুবনে! বেলা অবেলায়, নেটে রয় ডুবে,

এনালগ গণ্ডি, হয়ে গেছে ছোট, ডিজিটের মাঝে চলে, হিসাব নিকাশ! সব অভিলাষ

আবেগ, অনুভূতির, নেই তে কদর, হয়ে গেছে, সুকৃতির, সাড়ে সর্বনাশ! সব, জ্যান্ত লাশ।

প্রিয় মেঘ! আমি তুমি, শুরু করি চলো, মনের কালিমা ঝেড়ে, শুদ্ধ হই আগে

স্বজনেরে বুকে নিই টেনে, ভাগাভাগি পরে! ভালোবাসি, কাছে গিয়ে, রাগ-অনুরাগে।

হৃদয় দিয়ে সকল কিছু, করি অনুভব, সকলের মুখে মুখে, ফুটে যেন, ফের! হাসি অমলিন

উবে যাক কপটতা! হিংসা-দ্বেষ, ইগো সব, মনের গহিনে, হয়ে যাক লীন! সমূলে বিলীন।

শনিবারে চিঠি দিতে, প্রিয় মেঘ , যেও না’কো ভুলে –

বাতায়ন রেখে দিও খুলে।

তোমার ‘আকাশ’!

লেখক: সাবেক ব্যাংকার, বসুন্ধরা, ঢাকা, ১৩/০৪/২০২৪