480
ঢাকাশুক্রবার , ১২ এপ্রিল ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

বেতন-ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নিকট এমপিওভুক্ত শিক্ষকের খোলা চিঠি

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
এপ্রিল ১২, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

তাং-১২/০৪/২০২৪

খোলা চিঠি

বরাবর

মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিষয়: এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের অমানবিক জীবনযাত্রার দিকে তাকাবেন না শুধু স্বপ্নই দেখাবেন।

স্যার,

বিনীত নিবেদন এই যে, বাংলাদেশের এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকরা গত ১৫ বছর ধরে আন্দোলন করে আসতেছি, আমদের সাথে সরকারের অনেক মিটিং হয়েছে, সরকার আমাদের কোন কথাই শুনতেছেন না।বরং নির্বাচন এর আগে বড়, বড় আশা দেখিয়েছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু তার সেই কথা এখন মনে নাই।

ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে স্মার্ট শিক্ষক দরকার আর একজন এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষক যদি মাত্র ১২৫০০ টাকা বেতন পেয়ে থাকেন তাহলে কি ভাবে সে স্মার্ট শিক্ষক হবেন। অনেক আশা দেখিয়েছেন আওয়ামিলীগ এর সরকার, কিন্তু এখন বাস্তবায়নের পালা, অন্যথায় কঠিন থেকে কঠিন আন্দোলন করতে বাধ্য হবো।

মাধ্যমিক স্তরের একজন শিক্ষকের বেতন হিসাবঃ

বেতন স্কেলঃ ১২৫০০,তা থেকে কর্তন ১০%,বেতন আসে ১১২৫০,প্রণোদনা ৬২৫,চিকিৎসা ভাতা ৫০০টাকা,বাড়িভাড়া ১০০০।

সর্বমোট বেতন আসে১১২৫০+৬২৫+৫০০+১০০০=১৩৩৭৫টাকা,দৈনিক মজুরি ৪৪৫.৮৩

আমার এই হিসেবে কোন ধরনের ভুল আছে কি?

দ্রব্য মূল্যের উর্ধগতিতে বর্তমান সময়ে দুই জনের সংসারে খরচঃ

বাসাভাড়া——————–৬০০০

মুদি বাজার——————৩০০০

কাচা বাজার—————–১৫০০

মাছ মাংস ————১৫০০

গ্যাস————————-১৬০০

বিদ্যুৎ———————–১০০০

বাড়িতে ১বার যাওয়া——১৫০০

ঔষধ ————–১০০০

—————————

মোট নিত্য খরচ ১৭,১০০/-

বাবা-মায়ের ভরনপোষণ খরচ,পোষাক ক্রয়,নিজের হাত খরচ,মোবাইল খরচ এবং একটা সন্তানকে এ পৃথিবীতে আনার স্বপ্ন,এ সব কিছু হিসাবের ভিতরে নাই।

অতএব,

আমরা সরকারের কাছে বেশী কিছু চাই নাই, ১০০% উৎসব বোনাস, ( ৪০-৫০)% বাড়ি ভাড়া চেয়েছি সরকারের কাছ থেকে এবং বলেছি স্কুলের যত আয় সরকারী ফান্ডে জমা নিয়ে পার্যায়ক্রমে সরকারীকরণ করতে।ইতিমধ্যে সরকার কে আমরা হিসাব ও দিয়েছিলাম।শিক্ষামন্ত্রী বার,বার আশা দেখিয়েছেন আমাদের কিন্তু নির্বাচন এর পরে আমাদের শিক্ষক সমাজ এর কথা তিনি মনে রাখেন নাই। শিক্ষক সমাজ এর কাছেও তিনি কথা বরখেলাপকারী হিসাবে পরিচিত হয়েছেন। তাই অনতিবিলম্বে আমাদের দাবি গুলো আগামী বাজেট এর আগে মেনে নিয়ে শিক্ষার মান পরিবর্তনে কাজ করুন।

ইতি

সুমন কুমার দাস

সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান

বরিশাল জেলা বরিশাল।