প্রতিদিন শত কোটি টাকা বাণিজ্যে আশা
ঈদের ছুটিতে হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা। গতি এসেছে পর্যটন নির্ভর ব্যবসায়িক প্রতিষ্ঠানে। রেকর্ড সংখ্যক পর্যটকের আগমনে প্রতিদিন শত কোটি টাকা বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। পর্যটকদের সেবা ও নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত জেলা প্রশাসন ও টুরিস্ট পুলিশ কর্তৃপক্ষ।
ঈদুল ফিতরের নামাজ শেষে দলগত পর্যটকের ঢল নামতে শুরু করে। বিনোদন কেন্দ্রগুলো পর্যটকের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে।
হোটেল কাঁসাই ইনের ম্যানেজার জুয়েল ফরাজি বলেন, ‘কুয়াকাটা মোটেলে মূল্য ছাড় দেয়ায় এরইমধ্যে ৭০ শতাংশ রুম বুকিং হয়ে গেছে।’ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে আজ শুক্রবার থেকে এক সপ্তাহ প্রতিদিন শতকোটি টাকা বাণিজ্যের প্রত্যাশা পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের।
কলাপাড়ার স্টেশন ম্যানেজার, মো. ইলিয়াস বলেন, ‘পর্যটকদের কেউ গোসলে নেমে কিংবা যাতায়াত পথ দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনার জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবো আমরা।’
টুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন,‘কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কুয়াকাটা গুরুত্বপূর্ণ স্পটে সিসি ক্যামেরা স্থাপন, অতিরিক্ত টহল পুলিশ এবং স্কাউট সদস্য মোতায়েন করেছে ।’