ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে মেঘনাসেতুর টোলপ্লাজায় বেড়েছে টোল আহরণও। ৮ এপ্রিল রাত ১২টা থেকে ৯ এপ্রিল রাত ১টা পর্যন্ত মোট টোল আয় হয়েছে ১ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৫০১ টাকা।
সর্বশেষ ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে মোট ৫৯ হাজার ২১৪ টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৫২৮ টি যানবাহন চট্টগ্রাম রোডে প্রবেশ করেছে। বাকি ২৭ হাজার ৬৮৬টি যানবাহন ঢাকায় প্রবেশ করেছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী বলেন, ‘গত কয়েক দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশি টোল আয় হয়েছে। তবে যানবাহনের সংখ্যা অনুযায়ী তা কমই বলা যায়। কেননা অন্যান্য সময় পণ্যবাহী পরিবহন বেশি থাকায় যানবাহনের সংখ্যা অনুযায়ী বেশি টোল আদায় হয়। কিন্তু ঈদে ছোট ও মাঝারি যানবাহনের সংখ্যাই বেশি হওয়ায় যানবাহনের সংখ্যা চেয়ে টোল আহরণের পরিমাণ কমই।’
তিনি আরো বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৫০১ টাকা আহরণ করা হয়। এর আগে সোমবার এ সেতু দিয়ে ৪৭ হাজার ৯১৪ টি যানবাহন পারাপার হয়। এতে মোট টোল আয় হয় ১ কোটি ৩ লাখ টাকা।’
এদিকে গত দুদিন ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল থাকলেও আজ অনেকটাই চাপশূন্য। নেই যাত্রীর চাপও। বুধবার সকাল থেকে এ পথে যানবাহনের ক্রমাগত উপস্থিতি থাকলেও নেই কোনো জট কিংবা গাড়ির সারি। এতে অনেকটাই ভোগান্তিহীন স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।
মেঘনাঘাট টোলপ্লাজায় সরজমিনে দেখা যায়, টোলপ্লাজার ১২টি বুথ দিয়ে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন পাড়ি দিচ্ছে মেঘনা সেতু। টোলপ্লাজায় আসা মোটরসাইকেল পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে টোল দিয়ে সেতুতে উঠছে। গাড়ির চাপ কম থাকায় টোল প্রদানে খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না কাউকে।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)