পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা ২১ লাখ ৭৪ হাজার ৮৩০টি শেয়ার বিক্রি করবেন।
আগামী ৩০ এপ্রিলের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর মাধ্যমে বর্তমান বাজার মূল্যে পাবলিক মার্কেটে / ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করবেন এ উদ্যোক্তা।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)