আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে অধিকাংশ প্লাস্টিক কারখানা তাদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধ করেছে বলে দাবি করেছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ)।
মঙ্গলবার (৯ এপ্রিল) সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিপিজিএমইএ'র সভাপতি সামিম আহমেদ এবং পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বিপিজিএমইএ'র সদস্য অধিকাংশ প্লাস্টিক শিল্প প্রতিষ্ঠান আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ও বোনাস ইতোমধ্যে পরিশোধ করেছেন।
এর আগের বছরগুলোতে ঈদের আগে সংশ্লিষ্ট সব কারখানার মালিকরা বেতন বোনাস নিয়মিত পরিশোধ করেছিল বলেও দাবি করে সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)