মেঘনা ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে গত ৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচএন আশিকুর রহমান। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কিমিয়া সাদাত এবং পরিচালকরা ও উদ্যোক্তারা। সভায় মেঘনা ব্যাংকের শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের সমাপ্ত অর্থবছরের জন্য ১০% নগদ ও ২.৫% বোনাস শেয়ারসহ মোট ১২.৫% শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)