শ্রীলঙ্কার প্রথম প্রাইভেট এয়ারলাইনস ফিটসএয়ার শুরু করতে যাচ্ছে ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট। আগামী ১৭ এপ্রিল ফ্লাইট পরিচালনার শুভসূচনা উপলক্ষে বেঙ্গল এয়ারলিফট ঢাকার গুলশানে সিক্স সিজনস হোটেলে স্টেকহোল্ডার ও ব্যবসায়িক সহযোগীদের নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে ফিটসএয়ারের বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে বেঙ্গল এয়ারলিফট লিমিটেড মনোনীত হয়েছে।
অনুষ্ঠানে ফিটসএয়ারের করপোরেট প্রেজেন্টেশন, প্রোডাক্ট ও সেবা সম্পর্কে ট্র্যাভেল এজেন্ট ও উপস্থিত অতিথিদের অবগত করা হয়। এ সময়ে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাকোডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফিটসএয়ারের জিএসএ বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আরিফ রহমান-ম্যানেজিং ডিরেক্টর, শুমাইজ ইকবা-সিওও (এয়ারলাইনস ডিভিশন), মুনিরুল ইসলাম- জেনারেল ম্যানেজার (এয়ারলাইনস ডিভিশন) ও অন্যান্য কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)