দেশের শেয়ারবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকের প্রধান শাখা বর্ধনে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যরা রাজধানীর পূর্বাচলে ১৫ দশমিক ৮৬ কাঠা জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে রেজিস্ট্রেশন এবং অন্যান্য খরচ মিলিয়ে ব্যয় হবে ২৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংকের অনুমতিসাপেক্ষে এ ক্রয় সম্পন্ন করা হবে।
জানা যায়, শাহজালাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় বর্ধনে নতুন জমির কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া জমির ঠিকানা- সেক্টর ০৪, রোড- ২২৬, প্লট ৩৩, পূর্বাচল নিউ টাউন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)