স্বপ্ন প্রতি সপ্তাহে গ্রাহকদের জন্য বেশকিছু প্রয়োজনীয় পণ্য খুচরা বাজারের চেয়ে কম দামে কেনার সুবিধা দিচ্ছে। এছাড়া এবার ঈদ ঘিরে প্রয়োজনীয় পণ্যগুলোতে থাকছে বিশেষ ছাড়।
গত ৫ ও আজ ৬ এপ্রিল অনেক পণ্যে খোলা বাজারের চেয়ে কম দামে গ্রাহকদের কাছে বিশেষ ছাড়ে বিক্রি করার সিদ্ধান্ত নেয় স্বপ্ন।
নিচে বিশেষ ছাড়ের পণ্যগুলোর দাম তুলে ধরা হলো-
এছাড়া কালার কসমেটিক্স, বডি স্প্রেতে ৪০ পারসেন্ট এবং আইসক্রিম ও ফ্রোজেন আইটেমগুলোতে থাকছে ১৫ শতাংশ অবধি ছাড়।
এর বাইরে এসিআই/পুষ্টি/সানশাইন আটা-ময়দার ২ কেজি প্যাকে থাকছে ১৫ শতাংশ ছাড়।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)