বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) প্রতিনিয়ত পরিবর্তনশীল বৈশ্বিক বাজার প্রবণতার প্রেক্ষাপটে শিল্পকে এগিয়ে নেয়ার জন্য ক্রমাগতভাবে জ্ঞান অর্জন এবং উদ্ভাবনকে গুরুত্ব দেয়। বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিনিধিত্বকারী শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে বিজিএমইএ শিল্পের ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবেলা করার জন্য শিল্পের অংশীজনদেরকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে সমৃদ্ধ করার প্রয়াসে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে।
বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর প্রয়াসে, বিজিএমইএ ২রা এপ্রিল ২০২৪ ঢাকার উত্তরায় তার প্রধান কার্যালয়ে ‘খলিলুর রহমান নলেজ সেন্টার’ চালু করেছে।
খলিলুর রহমানের মেয়ে নাসরীন সুবহান, ছেলে স্থপতি নাহাস আহমেদ খলিল ও পুত্রবধূ রুপা সায়েফের উপস্থিতিতে ‘খলিলুর রহমান নলেজ সেন্টার’ উদ্বোধন করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অনবদ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিজিএমইএ এর প্রাক্তন সভাপতি প্রয়াত মেজর জেনারেল খলিলুর রহমান (অব.) এর সম্মানে বিজিএমইএ এর জ্ঞান কেন্দ্রটির নামকরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি ও টেকসই প্রবৃদ্ধির জন্য ক্রমাগত জ্ঞান অর্জনের উপর জোর দেন।
তিনি বলেন, শিল্পের জন্য প্রাসঙ্গিক বিষয়গুলোতে জ্ঞানের প্রসার এবং শিল্পের সামগ্রিক প্রতিযোগিতা বাড়াতে নলেজ সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অত্যাধুনিক ডিজিটাল ডিভাইসে সজ্জিত খলিলুর রহমান নলেজ সেন্টারটি লার্নিং, প্রশিক্ষণ সেশন, সেমিনার এবং কর্মশালা পরিচালনার জন্য একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।
নলেজ সেন্টারের ডিজিটালি-সক্ষম প্ল্যাটফর্মের মাধ্যমে, সারা বিশ্ব থেকে শিল্প বিশেষজ্ঞ, একাডেমিয়া এবং পেশাদাররা ভার্চুয়ালি পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এবং তারা বর্তমান ও আসন্ন ব্যবসায়িক সমস্যাগুলোর পাশাপাশি শিল্প-সম্পর্কিত প্রযুক্তিতে অগ্রগতির বিষয়ে ধারণা এবং দক্ষতা বিনিময় করার সুযোগ পাবেন।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)