উবা প্রতিবেদক: গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং সেক্টরকে স্মার্ট ও গতিশীল করতে প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে যাচ্ছে বাংলাদেশ গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা, বিজিএপিএমইএ নির্বাচন ১১ মেসামনে এগিয়ে যাওয়া এবং সদস্যদের সর্বাত্মক সহায়তা প্রদানের জন্য সমমনা সদস্য এবং সাবেক সভাপতিদের সঙ্গে নিয়ে ইলেকশন ফর ইউনিটি নামে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। ১১ মে অনুষ্ঠিত হবে বিজিএপিএমইএর নির্বাচন।
[caption id="attachment_393" align="alignnone" width="300"] মো. শাহরিয়ার[/caption]
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সাবেক সভাপতি আবদুল কাদের খান প্যানেল ও নেতার নাম ঘোষণা করেন। নতুন প্যানেল নেতা অ্যাডজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার।
আবদুল কাদের খান বলেন, ‘আমি যখন সংগঠনের সভাপতি ছিলাম, তখন সংগঠনকে একটি নতুন মাত্রায় নিয়ে যেতে চেষ্টা করেছি এবং সংগঠনকে একটা নতুন মাত্রা দিয়েছি। আমাদের এই কাজের ধারা অব্যাহত রাখতে এবং সংগঠনকে নতুন মাত্রা যোগ করতে শাহরিয়ার সঠিকভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবে বলে আমি মনে করি।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএপিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, ইকবাল হোসেন ও সফিউল্লাহ চৌধুরী প্রমুখ।
অ্যাডজি ট্রিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার আগামী ১১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্যানেলের নেতৃত্ব দেবেন।
বিজিএপিএমইএর সাবেক পরিচালক, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ব্যাকওয়ার্ড লিংকেজের কো-চেয়ারম্যান এবং বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশনের (বায়লা) সাধারণ সম্পাদক। বিভিন্ন বাণিজ্য সংগঠনে গতিশীল নেতৃত্বের পাশাপাশি শাহরিয়ার বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনে সক্রিয়ভাবে জড়িত।
একজন উদ্যোক্তা হিসেবে তিনি গার্মেন্ট অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্পে ১৫ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে কাজ করছেন। এছাড়া, এই শিল্পের প্রতিষ্ঠান চালানোর অভিজ্ঞতা আয়ত্ত করেছেন। ট্রিম এবং আনুষাঙ্গিক আইটেম রপ্তানিতে তার অসামান্য অবদানের জন্য শাহরিয়ারকে যুব উদ্যোক্তা পুরস্কার ২০২২, বিজিএপিএমইএ প্রদান করা হয়। তিনি দ্য বিজ এন্টারপ্রিনিউরিয়াল অ্যাওয়ার্ড ২০২৩ লাভ করেন এবং জেসিআই ট্রফি ২০২১ (বাংলাদেশের দশটি অসামান্য তরুণ ব্যক্তি ২০২১) খেতাব অর্জন করেন।
অনুষ্ঠানে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও বায়রার সাবেক সভাপতি বেনজীর আহমেদ বলেন, বর্তমান সময়ে গার্মেন্টস এবং গার্মেন্টস এক্সেসরি সেক্টর বৈশ্বিক ও দেশীয় চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একজন সঠিক নেতৃত্বে থাকা দরকার। নতুন নেতৃত্ব তার যোগ্যতার মাধ্যমে সরকার এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে কাজ করে ব্যবসায়ীদের পক্ষে সকল দাবি অর্জন করতে সক্ষম হবেন। শাহরি
এক্সেসরিজ এসোসিয়েশনের সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, সঠিক নেতৃত্বের অভাবে আমরা সঠিকভাবে ব্যবসা করতে পারছি না। তাই আগামী দিনে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের শক্তিশালী এবং ডায়নামিক লিডারশিপ প্রয়োজন।বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শাহরিয়ার একজন প্রতিভাবান উদ্যোক্তা এবং গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং সেক্টর ও সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে। গার্মেন্টস অ্যাকসেসরিজ সেক্টর আরএমজি রফতানিতে মুখ্য ভূমিকা পালন করে এবং আমাদের পণ্য সরবরাহের সময় কমাতে সাহায্য করছে। তিনি ইতিমধ্যে একজন দক্ষ এবং গতিশীল ব্যক্তি হিসেবে আমাদের কাছে প্রমাণিত হয়েছেন।
বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, নতুন প্রজন্মকে ব্যবসায়ীক নেতৃত্বে আনার এখনই উপযুক্ত সময়। গত ৩৫ থেকে ৪০ বছরে আমাদের গার্মেন্টস সেক্টর একটি নতুন মাত্রা পেয়েছে। এই সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং গার্মেন্টস সেক্টরের যথাযথভাবে এক্সেসরিজ সাপ্লাই দেয়ার জন্য একটি গতিশীল নেতৃত্বের প্রয়োজন। শাহরিয়ার মতো নতুন নেতৃত্ব গার্মেন্টস সেক্টরকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) নবনির্বাচিত পরিচালক আবরার হোসেন সায়েম বলেন, শাহরিয়ারের সঙ্গে কাজ করতে গিয়ে তাকে সব সময় সহায়ক এবং সহযোগী হিসেবে পেয়েছি। তার আন্তরিকতা এবং প্রতিশ্রুতির জন্য তিনি নতুন এবং পুরাতন ব্যবসায়ীদের কাছে জনপ্রিয়।
বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার এসোসিয়েশনের (বায়লা) সভাপতি সায়েম বলেন, বিশ্বাস করি শাহরিয়ার গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং খাতকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন এবং এর সদস্যদের নীতি নির্ধারকদের সঙ্গে দর কষাকষির মাধ্যমে নীতি সহয়তা আদায় করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, ১৩ই ফেব্রুয়ারি বিজিএপিএমইএ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুসারে আগামী ১১ই মে ২০২৪-২৬ সময়ের জন্য একটি নির্বাচন পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ডের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৫) ড. মো. রাজ্জাকুল ইসলাম, বিপিএএ। বোর্ডের অন্য সদস্যরা হলেন- আশরাফুর রহমান, উপসচিব (বাজেট) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রফতানি শাখা) তানিয়া ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)