480
ঢাকাশনিবার , ৩০ মার্চ ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থ-বাণিজ্য-শিল্প
  4. অর্থ-বাণিজ্য-শিল্প-ব্যাংক-বীমা-নন ব্যাংক
  5. আইটি, টেলিকম ও ই-কমার্স
  6. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  7. উদ্যোক্তা-জীবনী
  8. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  9. কৃষি, খাদ্য ও পরিবেশ
  10. গণমাধ্যম
  11. গৃহায়ন ও গণপূর্ত
  12. জনশক্তি ও পর্যটন
  13. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  14. জাতীয়
  15. দুর্ঘটনা-শোক-দুর্যোগ
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রদূত ও কূটনৈতিকদের সম্মানে এফবিসিসিআইর ইফতার মাহফিল

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উবা প্রতিবেদক, ঢাকা
মার্চ ৩০, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ও কূটনৈতিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। শনিবার (মার্চ ৩০) রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মাহবুবুর রহমান, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মীর নাসির হোসেন, এ কে আজাদ, শেখ ফজলে ফাহিম, মো. জসিম উদ্দিন, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন ছাড়াও ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নরওয়ে, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, ডেনমার্কসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকসহ বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, এফবিসিসিআই’র পরিচালকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়ায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘আমরা এমন একটি দেশে বাস করছি যে দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং আতিথেয়তার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যেখানে নানা ধর্ম ও বর্ণের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে। আমাদের খাবার, সঙ্গীত, শিল্প এবং ঐতিহ্যে যা প্রতিফলিত হয়। আমি গর্বের সাথে বলছি, বাংলাদেশে সকল ধর্মীয় অনুষ্ঠান ঐক্যবদ্ধভাবে পালিত হয়।’

বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে এফবিসিসিআই সভাপতি বলেন, ‘বাংলাদেশের সাথে আপনার দেশের সেতুবন্ধন নির্মাণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অনন্য সুযোগ রয়েছে৷ বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায় সমৃদ্ধ হচ্ছে। আমরা বিনিয়োগ ও বাণিজ্যের ক্রমবর্ধমান সুযোগ দেখতে পাচ্ছি। একসাথে কাজ করার মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি।’

মাহবুবুল আলম আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে শত চ্যালেঞ্জের মাঝেও দেশের অর্থনীতি দৃঢ়চিত্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ২০২৬ সালে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, এবং ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ আরও সুদৃঢ় এবং মজবুত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি।

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে বিদেশি বিনিয়োগ নিয়ে আসার ক্ষেত্রে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর ও কূটনৈতিকদের প্রতি আহ্বান জানিয়ে মাহবুবুল আলম বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিশাল সম্ভাবনা কাজে লাগিয়ে লাভবান হতে পারেন বিদেশি বিনিয়োগকারীরা। কেউ বিনিয়োগ করতে চাইলে এফবিসিসিআই তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও আশ্বাস প্রদান করেন এফবিসিসিআই সভাপতি। ইফতার মাহফিলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় দোয়া করেন আগত অতিথিরা।