480
ঢাকাশুক্রবার , ২৯ মার্চ ২০২৪
  1. অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদন
  2. অপরাধ-আইন ও আদালত
  3. অর্থনীতি
  4. আইটি, টেলিকম ও ই-কমার্স
  5. আবাসন-ভূমি-রাজউক-রিহ্যাব
  6. উদ্যোক্তা
  7. করপোরেট ও সংবাদ বিজ্ঞপ্তি
  8. কৃষি, খাদ্য ও পরিবেশ
  9. গণমাধ্যম
  10. গৃহায়ন ও গণপূর্ত
  11. জনশক্তি ও পর্যটন
  12. জনসংযোগ-পদোন্নতি ও সম্মাননা
  13. জাতীয়
  14. ডিএস‌ই- সিএস‌ই-বিএস‌ইসি
  15. নগরজীবন
আজকের সর্বশেষ সবখবর

দেশিয় পণ্যের প্রসারে নতুন ৬টি হারবাল পণ্য বাজারে আনলো ব্রিটিশ হারবালিস্ট নন্দিতা শারমিন

https://www.uddoktabangladesh.com/wp-content/uploads/2024/03/aaaaaa.jpg
উদ্যোক্তা বাংলাদেশ
মার্চ ২৯, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

উবা প্রতিবেদক:আমলকি হারবাল কোম্পানির ২টি ফেস ওয়াসসহ মোট ৬টি নতুন পণ্যের এর মোড়ক উন্মোচন গত ১১ মার্চ (সোমবার) ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র নায়িকা শিরিন শিলা, আরিয়া ইন্ডাস্ট্রিজ লি: এর ম্যানেজিং ডিরেক্টর তানিয়া তাসলিমা; পণ্যটির সত্ত্বাধিকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান ‘আমলকি হারবাল’ এর ব্যবস্থাপনা পরিচালক হারবালিস্ট নন্দিতা শারমিন।

পুরো আয়োজনটি পরিচালনা করেন পেন্টাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মডেল অন্তু করিম।

Amlaki Sandal-wood Facial Set, Amlaki Radiance Mask, Amlaki Amla with Biotin Shikakai Shampoo, Amlaki Sandal-Wood Glowing Face Wash, Almlaki Acne Care Brightening Face Wash – এই ৬ টি পণ্য বাজারে আসছে।

দেশের সব ধরনের মানুষের জন্য প্রাকৃতিক উপাদানে তৈরি হারবাল প্রোডাক্ট উপহার দিতে চান উদ্যোক্তা নন্দিতা শারমিন। তিনি বলেন, কোন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নিজের ত্বককে সাধারণ মানুষ যেন ফর্সা এবং বহুদিন ধরে সৌন্দর্যের রূপ ধারণ করতে পারে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি৷

এছাড়াও বিদেশনির্ভর প্রসাধনীর বাজারকে প্রাকৃতিক পণ্যের মাধ্যমে দেশীয় উদ্যোগে নিয়ে আসার চেষ্টা করছেন তিনি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি শিরিন শিলা বলেন, ফর্সা হতে চাওয়াকে সৌন্দর্য বলা হয় না। স্বাস্থ্যসম্মত স্কিনই হলো সৌন্দর্যের প্রথম ধাপ। আর এক্ষেত্রে হারবাল প্রোডাক্টের কোন বিকল্প নেই। আমলকি দেশিয় পণ্য এবং আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করছে। তাই ‘মেইড ইন বাংলাদেশ’ প্রতিষ্ঠিত করতে আমি আমলকির সাথে আছি।

শিগগিরই বাংলাদেশের বিভিন্ন সুপার শপগুলোতে আমলকির এই নতুন পণ্যগুলো পাওয়া যাবে।