জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পলিসি গ্রাহক জাকির আল মাসুদের মৃত্যুদাবির ১১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৫ মার্চ) প্রতিষ্ঠানটির কোম্পানীগঞ্জ সার্ভিস সেন্টারে বীমা পলিসির নমিনী ও গ্রাহকের স্ত্রী জোসনা বেগমের নিকট এই চেক হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেকটি হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।
কোম্পানির এএমডি ও অফিস ইনচার্জ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি আব্দুল কাদের, ডিএমডি প্রফেসর আবুল কাশেম ও হাবিবুর রহমান, এএমডি আমিনুল হক ভূইঁয়া, জিএম মো. আবদুল কাদের, সুলতানা বেগম, ও আকতারুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)