মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজ ২৬ মার্চ ২০২৪ উন্নয়নে অগ্রগতি স্লোগান কে ধারণ করে পরীক্ষামূলক চালু হচ্ছে বেসরকারি সংবাদ সংস্থা 'উদ্যোক্তা বাংলাদেশ'। অর্থ-বাণিজ্য শিল্প, ব্যাংক-বীমা ফাইন্যান্স, শেয়ার বাজার, বিশেষ করে উদ্যোক্তাদের কথা তুলে ধরবে উদ্যোক্তা বাংলাদেশ। পাশাপাশি আবাসন, আইটি, পোল্ট্রি, নির্মাণ শিল্পসহ অর্থনীতির সব সেক্টরে কাজ করবে উদ্যোক্তা বাংলাদেশ।
রাজধানীর পল্টন-মতিঝিল বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া রাজধানীর খিলগাঁও ভূইয়াপাড়া উদ্যোক্তা বাংলাদেশের রেজিস্টার্ড কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সাংবাদিক উদ্যোক্তা বাংলাদেশের প্রধান সম্পাদক মাহমুদ আনোয়ার হোসেন। সাংবাদিক এম আনোয়ার হোসেন রুমি, সিকদার নূর-ই- আলম সিদ্দিকী মুরাদ, মনির হোসেন কাজী, জোনায়েদ মানসুর, ব্যাংকার রুহুল আমিন, স্বাস্থ্যসেবী খালেদা আক্তার, উদ্যোক্তা বাংলাদেশের ব্যবস্থাপনা সম্পাদক আয়শা জাহান অনু, ব্যবসায়ী মহসিন আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: জোনায়েদ মানসুর, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৫৬ পুরানা পল্টন, ঢাকা -১০০০। রেজিস্টার্ড : ২৯২ ভূইয়া পাড়া প্রধান সড়ক, খিলগাঁও, ঢাকা- ১২১৯। সম্পাদকীয়: ০১৭৮৯৪২১৪৪৪, বার্তাকক্ষ : ০১৯১৩৫৫৫৩৭১। ই-মেইল: inextpr@gmail.com , (বিজ্ঞাপন), newsuddokta@gmail.com (বার্তাকক্ষ)